ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



জেলা পরিষদের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের বাংলা স্কুল মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।

এর আগে ভোলা পৌর ভবন, জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল এস্কেভেটর (বেকু) দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

 

ভোলা পৌর ভবনের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ফ্যাসিবাদের আঁতুড়ঘর ছিল আওয়ামী লীগের কার্যালয়। এ কার্যালয় থেকে হামলা নির্দেশ দেওয়া হতো। তাই মুজিববাদ এবং ফ্যাসিবাদকে নির্মূল করতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

এছাড়াও আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই ফ্যাসিবাদ এবং মুজিববাদকে কবর দেয়ার জন্য আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে।

এসময় ছাত্ররা আরো জানান, আগস্টের আগে সাধারণ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে আওয়ামী লীগ এবং তাদের দোসরা। এতগুলো মানুষকে হত্যা করার পর কীভাবে স্বৈরাচার শেখ হাসিনা আবার বক্তব্য দেয়। আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার হয়নি। তারা বিচার ছাড়া কি করে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সাহস করে। আওয়ামী লীগ আবার বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠতে‌ চাচ্ছে। তাই তাদের কবর রচনা করার প্রথম ধাপ হিসেবে আমরা আওয়ামী লীগ কার্যালয় ধ্বংস করেছি।

 

ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাংচুর

এসব স্থাপনা গত বছর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কিছুটা ভাঙচুর করা হলেও বৃহস্পতিবার পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা আরো বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে তার ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় ভোলাতেও ভাংচুর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৬   ৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
মনপুারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলায় নিহত ১
গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল
ড. মুহাম্মদ ইউনূসে সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল
তেতুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক
বোরহানউদ্দিনে চাষাবাদকৃত জমির ফসল লুটপাট ব্যপক ক্ষতি সাধন
ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৮ মার্চ : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ