ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥

প্রথম পাতা » তজুমদ্দিন » ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



হেলাল উদ্দিন লিটন।।তজুমদ্দিন প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে মেঘনার ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড পাউবো ডিভিশন-২’র অধীনে বেড়িবাঁধ, ব্লক তৈরি ও জিও ব্যাগের কাজের ব্যাপক অনিয়মের ও দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আওয়ামী ফ্যাসীবাদী আমলের অপ্রয়োজনীয় বাজেটের কাজগুলো এখনো আগের মতোই দূর্নীতি চলছে। যেখানে সরকারি কোন নিয়ম কানুনই মানা হচ্ছে না।
তিনি জানান, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তিনি সোনাপুর, চাঁদপুর ও চাচঁড়া ইউনিয়নের জিও ব্যাগ ভরাট, ব্লক ও বেড়ীবাঁধের কাজ যেখানে হচ্ছে তার থেকে ৪/৫শ ফুট দূরে মেঘনা নদী থেকে নি¤œমানের বালি উত্তোলন করে সেই বালি দিয়ে ভরাট করা হচ্ছে জিও ব্যাগ। একটি ব্যাগে যে পরিমান বালি দেওয়ার কথা সে পরিমান বালি দেওয়া হচ্ছে না। এতে বর্ষার পানির স্রোতে বস্তা নদীর মাঝে বিলিন হয়ে যাবে বলেও আশংকা প্রকাশ করেন তিনি।
জিও ব্যাগের সংখ্যায় অনিয়ম হচ্ছে দাবী করে মোস্তাফিজ বলেন, জিও ব্যাগের গায়ে নম্বর দেয়ার নিয়ম থাকলেও বস্তার গায়ে কোন নম্বর দেয়া হচ্ছে না। কাজের আদেশ অনুযায়ী যে পরিমাণ বস্তা ফালানোর কথা সেই পরিমাণ বস্তা ফালানো হচ্ছে না। বস্তার কাজে পানি উন্নয়ন বোর্ডের তদারকি দূর্বল বলেও জানান।
ব্লক তৈরির কাজে অনিয়ম হচ্ছে দাবী তিনি আরো বলেন, নি¤œমানের পাথর ও বালি দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে। ব্লক তৈরীতে পরিমাণমত বালু ও সিমেন্ট না দেয়া তার স্থায়ীত্ব বা টেকসই হবে না। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জিও ব্যাগ ও ব্লকের মান ঠিক রাখতে সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সেনাবাহিনীকে দিয়ে ব্লক নির্মাণের কাজ কদারকি করান।
তজুমদ্দিন উপজেলায় স্বৈরাচারের সময়ে বরাদ্দ হওয়া কিছু অপ্রয়োজনীয় কাজ চলছে দাবী করে বলেন, তিন বছর আগে একটি সুইজগেইট নির্মাণ করা হলেও সেটি রেখেই তার পাশেই অপ্রয়োজনীয়  একটি সুইজগেট তৈরি করার প্রতিবাদ জানান এবং বেড়ীবাধঁ তৈরি করতে গিয়ে মানুষের খতিগ্রস্থ জমির মুল্য  দেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ তুলেন তিনি।
ফজিলাতুন্নেছা সরকারি  বালিকা বিদ্যালয় ও চাঁদপুর সরকারি  উচ্চ বিদ্যালয়ের দুটি গেইট দুইবছর আগে নির্মাণ করা হলেও সেই গেট গুলো ভেঙ্গে নতুন করে ব্যয়বহুল দুটি গেইট নির্মাণ করতে হলো কেন বিষয়টি ক্ষতিয়ে দেখার আহবান জানান। ফ্যাসীষ্ট সরকারের গ্রহণ করা প্রকল্পের মধ্যে অপ্রয়োজনীয় প্রকল্প গুলো বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং তজুমদ্দিনসহ সারাদেশের লোপাট ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৩   ৫৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
তজুমদ্দিনে গাাঁজাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক ॥
হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবারতজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা
তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত ॥
৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥
পাকা ব্রিজ নির্মাণের দাবী এলাকাবাসীর তজুমদ্দিনে কাঠের ব্রিজে ঝুঁকি নিয়ে ১০ হাজার মানুষের পাড়াপাড় ॥
ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর ॥তজুমদ্দিনে চিত্রনায়ক আমিন খান
পুলিশের অভিভযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

আর্কাইভ