বিপিএল ২০২৫ ফাইনালে ফরচুন বরিশাল

প্রথম পাতা » ক্রিকেট » বিপিএল ২০২৫ ফাইনালে ফরচুন বরিশাল
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। নাগালের মধ্যেই ছিল লক্ষ্য। চিটাগং কিংসের বিপক্ষে বাকি পথ মসৃণ করেছেন তাওহীদ হৃদয় ও ডেভিড মালান। ফরচুন বরিশাল পেয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। নিশ্চিত করেছে ৭ তারিখের ফাইনাল মঞ্চ। তবে বিপিএল থেকে বিদায় নেয়নি চিটাগং। আগামী পরশু খুলনা টাইগার্সের বিপক্ষে কিংসদের ফাইনালে ওঠার আরেক মিশন।

 

মালান-তাওহীদের জুটিতে সহজেই ফাইনালে পৌঁছেছে বরিশাল

মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে চিটাগং। শামিম হোসেন ছাড়া লড়তে পারেননি বাকি কেউ। জবাবে ফরচুনদের ভাগ্য প্রশস্ত করেছেন মালান-তাওহীদ। তাওহীদের ফিফটি আর মালানের তাণ্ডবে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বরিশাল।

সোমবার চিটাগং কিংস শুরু থেকেই ধুঁকছিল। মাঝে হাল ধরেছিলেন শামিম হোসেন। ১৮ ওভার শেষেও কিংসের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৪৩। শেষ দুই ওভারে সে রানকে যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল দলটির। কিন্তু তা হতে দেননি ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী।

ইনিংসের ১৯তম ওভার চিটাগংয়ের সব হিসাব-নিকাশ এলোমেলো করে দেন। ওই ওভারে ৪ উইকেট শিকার করেন আলী। তাতেই ১৪৯ রানে থামে চিটাগং। এদিন ৩৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বসে দলটি। চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন এবং শামিম হোসেন মিলে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ১৪ তম ওভারে রিশাদ হোসেনের বলে ইমন ফিরতে ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে সে জুটি।

ফেরার আগে ৩৬ বলে সমান ৩৬ রান করেন এই ওপেনার। শামিম হোসেন আরও কিছুটা সময় ক্রিজে টিকে থাকেন, কিন্তু পরের ব্যাটারদের মধ্যে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৯তম ওভারে মোহাম্মদ আলীর বলে ফেরার শামিমের ব্যাটে আসে ৪৭ বলে ৭৯ রান। ৯ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি।

চিটাগংয়ের ব্যাটিং অর্ডারের ওপর দিয়ে রোলার চালিয়ে দেওয়া মোহাম্মদ করেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। দুই উইকেট ঝুলিতে নেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স।

দেড়শ রানের লক্ষ্যে দারুণ শুরু আনে বরিশাল। তবে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফিরে যান ২৬ বলে ২৯ রান করে৷ ৫৫ রানে প্রথম উইকেট হারানো দলটি বাকিটা পেরোন নির্বিঘ্নে। ৯ উইকেট ও ১৬ বল হাতে রাখার দিনে দাপুটে ফিফটি হাঁকান তাওহীদ। ৫৬ বলে আনেন ৮২ রান। ইনিংস সাজান ৯ চার ও ২ ছক্কায়। অপরপাশে ২২ বলে তাণ্ডব চালান মালান। তাতেই আরেকবার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

বাংলাদেশ সময়: ২২:৩৬:১২   ১৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
বিপিএল ২০২৫ ফাইনালে ফরচুন বরিশাল
বিপিএ-২৫হৃদয়-মায়ার্সের ঝড়ে সিলেটকে হারিয়ে বরিশালের জয়
বিপিএল ২০২৫ মাহমুদুল্লাহ-ফাহিমের ব্যাটিং তান্ডবে ফরচুন বরিশালের জয়
ভোলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বিজয়ের দিনে টাইগারদের রোমাঞ্চকর জয়
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন
এক ম্যাচ রেখেই সিরিজ জয় টাইগ্রিসদের
ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন
আইপিএলের মেঘা নিলাম আজ

আর্কাইভ