ভোলায় একটি বাড়িকে অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা করলো কোস্টগার্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় একটি বাড়িকে অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা করলো কোস্টগার্ড
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। 

 আগ্নিকান্ডের ঘটনায় পুড়ছিলো একটি বাড়ি। সেই ঘরের আহুন যখন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ার উপক্রম ঠিক তখনি খবর পেয়ে সেই অন্তত ৫/৬ টি ঘর রক্ষা করল কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। তাৎক্ষনিক রক্ষা পেল দুর্ঘটনা কবলিত বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি ঘর।

ভোলায় একটি বাড়িকে অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা করলো কোস্টগার্ডbএমনি সহযোগীতায় অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পেল পুড়ো একটি বাড়ি।

শনিবার (১ ফেব্রুয়ারি)দুপরে ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের পূর্বচরকালীর এক নং ওয়ার্ডেন মোঃ মিজানের এর বাড়িতে এ অগ্নি দূর্ঘটনা সংঘটিত হয়। ধারনা ককরা হচাছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছিলো তখনি দ্রুত ছুটে আসে কোস্টগার্ড সদস্যরা।

তারা ঘটনান্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানিয়েছে, ওই বাড়িতে অগ্নিদূর্ঘটনার খবর পাওয়ামাত্র বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা হতে দ্রুত একটি অগ্নি নির্বাপনী দল ঘটনাস্থলে প্রেরণ করা হয় এবং ফায়ার সার্ভিসকে দূর্ঘটনা সমন্ধে জানানো হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুততার সাথে আগমণ করলে বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ পুলিশ স্থানীয় জনগনের সহায়তায় অত্যন্ত দক্ষতার সাথে আগুন মোকাবেলা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অত্যন্ত দ্রুততার সাথে আগুন নিভানোর ফলে প্বার্শবর্তী ৫ টি বাড়ি এবং জানমালের ক্ষয়িক্ষতির রোধ করা সম্ভব হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভোলায় একটি বাড়িকে অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা করলো কোস্টগার্ডতবে আগ্নিকান্ডের সময় মিজানের ঘরে কেউ না থাকলে ঘরে থাকা অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:২৬   ৩০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ