জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

প্রথম পাতা » এক্সক্লুসিভ » জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।

ভোলায় জেলা প্রশাসকের হস্তক্ষেপে ২৪ ঘন্টা পরে বাস মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের রাত সাড়ে ৯টায় বাস মালিক পক্ষ ও সিএনজি চালকদের মধ্যে সমঝোতা বৈঠক শেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির এই ধর্মঘট প্রত্যাহার এর এ ঘোষণা দেওয়া হয়।

 

জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ভোলা জেলা বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিততে বৈঠকের পর বুধবার সন্ধ্যা সাড়ে ৯টায় এ ঘোষণা দেওয়া হয়। এসময় বাস মালিক সমিতির লোকজন সিএনজি স্টেশনটি বাস স্ট্যান্ড থেকে সরিয়ে হ্যালিপ্যাড সড়কে নেওয়ার দাবী করেন। উভয় পক্ষের কথা শুনে জেলা প্রশাসক সিএনজি মালিকদেরকে হ্যালিপ্যাড সড়ক সিএনজি স্টেশনের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার কথা বলেন। পৌরসভার পক্ষ থেকে সেখানে লাইটিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান এ বৈঠক আহ্বান করেছিলেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা।

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এসময় দুটি বাস ও আটটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিক এবং সিএনজি চালকরা। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

তবে কোন পক্ষ অভিযোগ না দেওয়ায় পুলিশ কোন আইনি ব্যবস্থা নিবেনা বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক

পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১০:২৫:০৬   ৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা তোফায়েল স্যার ষড়যন্ত্রের শিকার : সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ
৪৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি হামাগুড়ি দিয়ে চলছে চরফ্যাশনের পাবলিক লাইব্রেরী
৪৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি হামাগুড়ি দিয়ে চলছে চরফ্যাশনের পাবলিক লাইব্রেরী
রাষ্ট্রের ৩০ লাখ টাকা গচ্চা একদিনও চলেনি তজুমদ্দিন হাসপাতালের নৌ-অ্যাম্বুলেন্স ॥
চরফ্যাশনে চালু হলো ৬ মাসের ফ্রি চক্ষু চিকিৎসা প্রকল্প
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
মনপুরায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল জব্দ

আর্কাইভ