মনপুরায় গনসংবর্ধণা সভায় তারেক জিয়া গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরেধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেনঃমুহাম্মদ নুরুল ইসলাম নয়ন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় গনসংবর্ধণা সভায় তারেক জিয়া গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরেধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেনঃমুহাম্মদ নুরুল ইসলাম নয়ন
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

  • প্রয়োজনীয় সংস্কার করে একটি স্বচ্ছ গ্রহনযোগ্য নির্বাচন ইনশআল্লাহ হবে। জনগনের ভালোবাসার ম্যানডেট নিয়ে অব্যশই বিএনপি ক্ষমতায় আসবে-নুরুল ইসলাম নয়ন

কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর তারেক জিয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা সকল আন্দোলন সফল হযেছি। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ গ্রহনযোগ্য নির্বাচন ইনশআল্লাহ হবে। জনগনের ভালোবাসার ম্যানডেট নিয়ে অব্শ্যই বিএনপি ক্ষমতায় আসবে। জনগনের ভোটে বিএনপি জয়ী হলে দেশের সাধারন জনগন স্বাধীনতার সুফল ভোগ করবে।

 

মনপুরায় বক্তব্য দিচ্ছেন নুরুল ইসলাম নয়ন

গত ১৬ বছর বিএনপি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সেই বিএনপি দেশের জনগনকে ছেড়ে পালায় যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগনকে ছেড়ে পালিয়ে গেছে। গনসংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরন করেছে। আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটের অধিকার ছিলনা।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনও অন্যায় করেননি শুধু অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারনে বিএনপির নেতাকর্মীরা মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, আমার প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই জন্যই আমাদের সংগ্রাম, আমাদের লড়াই।

 

গনসংবর্ধনা সভায় উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

গত ১৬ বছরে ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় নেতা তারেক রহমান। তিনি এইজন্য নেতৃত্ব দেননি বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবেন,দখলদারি করবেন, লুট পাট করবেন, অন্যায় করবেন। তিনি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যাক্তিগত জীবন, পারিবারিক জীবন ও এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে দেশে আইন ছিল, আদালত ছিল কিন্তু কোন বিচার ছিলনা। আদালতে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। সাধারন মানুষ কোন বিচার পেতোনা। দেশে প্রশাসন ছিল কিন্তু কোন নিরপেক্ষতা ছিলনা।

মঙ্গলবার বিকালে উপজেলার প্রানকেন্দ্র হাজির হাট বাজারে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গনসংবর্ধণা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সহসভাপতি ডা. মোঃ কামালউদ্দিন। আয়োজিত গনসংবর্ধণা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন,মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার,চরফ্যাশন সাবেক চেয়ারম্যান কাজী মঞ্জুর হেসেন,যুবদল নেতা ইয়ারুল আলম লিটন,আব্দু রব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম কায়েদ,বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন,বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. মোঃ তসলিম,ভোলা জেলা যুবদলের সভাপতি মোঃ জামালউদ্দিন লিটন,সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান,মনপুরা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহিম ফরাজী,মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা,সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামালউদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি এ্যাড. মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

গনসংবর্ধনা সভায় উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

এই সময় সাবেক হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ ইকরামুল কবির,সদস্য সচিব মোঃ শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুউদ্দিন তুহিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৭   ১০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ