শাহরুখের আসল বয়স কত

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহরুখের আসল বয়স কত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



ভোলাবাণী বিনোদন ডেক্স।।

শাহরুখ খান সব কিছু নিয়ে মজা করতে পছন্দ করেন। নিজের ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এবার তিনি নিজের বয়স নিয়ে কথা বলে সংবাদের শিরোনাম হয়েছেন।

 

ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এ সুপার স্টার শাহরুখ খান

চলতি বছরের ২ নভেম্বরে শাহরুখ খান ৬০ বছরে পা দেবেন। প্রবীণ নাগরিকের কাতারে পা দিতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এ সুপার স্টার। তিনি এখনো বলিউড বাদশার তকমা ধারণ করে আছেন।

নিজের বয়স কত হলো? এসব কথা মোটেই মনে রাখেন শাহরুখ খান। তার কাজ, চলন, বলন যেন এ কথাই জানান দিচ্ছে। সব কিছুতে কিং খানের প্রবল আত্মবিশ্বাস সবাইকে বিস্মিত করে।

শাহরুখ খান এখনো মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে রাখেন দর্শকদের, সিনেমার পর্দায় তার কারিশা তো বলাই বাহুল্য। এবার দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে নিজেই দাবি করলেন, তাকে দেখতে এখনো ৩০ বছরের যুবকের মতোই রয়েছে।

এখন শাহরুখ দুবাইয়ে অবস্থান করছেন বলে জানাচ্ছে তারতীয় গণমাধ্যম। সেখানেই চলছে তার নতুন ‘কিং’সিনেমার দৃশ্য ধারণের কাজ। এরই মধ্যে এ সিনেমার নির্মাতার পরিবর্তন হয়েছে। সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে। দুয়েক মাসের মধ্যে দেশে ফিরবেন শাহরুখ খান। তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন সিনেমার বেশ কিছু অংশের শুটিং মুম্বাইয়ে হবে। তবে এর বেশি কিছু তিনি জানাতে চাইছেন না।

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছেন, ‘আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, “ছবিতে তুমি কী করছ, সে বিষয়ে কাউকে কিছু বলবে না।” ফলে আমি বলতে পারব না আমাকে কীভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর।’

দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তার নিজের সিনেমার তুমুল জনপ্রিয় গান। শুনিয়েছেন তার সিনেমার সংলাপও। আর তার পরপরই বলেছেন, ‘এ বছর আমি ৬০ বছরে পা দেব, কিন্তু সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।’

এখনো শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। গত বছর ‘জওয়ান’ সিনেমায় অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা-পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তার সংলাপই বেশি নজর কেড়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩১:০৮   ১২৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে জামায়াত আমিরের সাক্ষাৎ
ভোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভোলায় মেডিকেল কলেজ ও উন্নত চিকিৎসা সেবার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

আর্কাইভ