স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ উদ্দিন’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. আবদুর রহিম’র সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন, পুলিশ সুপার মো. শরীফুল হক। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, বালক উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেন, সিনিয়র শিক্ষক সাইয়েদুন নেছা, সিনিয়র শিক্ষক শারমিন জাহান শ্যামলী, সিনিয়র শিক্ষক মো.শাহজামাল, সিনিয়র শিক্ষক হামিদা বেগম, সিনিয়র শিক্ষক মো. ছানী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, সহকারী শিক্ষক মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ লিসনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:১৮:২৬ ৪৬ বার পঠিত |