ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » অন্যন্য খেলা » ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ উদ্দিন’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. আবদুর রহিম’র সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন, পুলিশ সুপার মো. শরীফুল হক। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, বালক উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেন, সিনিয়র শিক্ষক সাইয়েদুন নেছা, সিনিয়র শিক্ষক শারমিন জাহান শ্যামলী, সিনিয়র শিক্ষক মো.শাহজামাল, সিনিয়র শিক্ষক হামিদা বেগম, সিনিয়র শিক্ষক মো. ছানী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, সহকারী শিক্ষক মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ লিসনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:১৮:২৬   ৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যন্য খেলা’র আরও খবর


ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৬ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি নাইভোলায় নির্মানাধীন সুইমিংপুল ধস পড়েছে, কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মনপুরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীত অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
ভোলায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
তজুমদ্দিনে দূর্যোগ প্রশমন দিবস পালিত

আর্কাইভ