স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ভোলা জেলার সকলস্তরের কমিটি গঠন উপলক্ষে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারী) সকালে জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ভোলা জেলার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
জাতীয়তাবাদী ওলামা দল ভোলা জেলার এর অন্যতম নেতা আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জাতীয় ওলামা দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বরিশাল বিভাগের সমন্বয়ক হাফেজ মাওঃ মোঃ শাহাদাত হোসেন (সবুজ), সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক মুফতি গাজী রিয়াজুল ইসলাম। বিশেষ বক্তা হিসেমবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগের সমন্বয়ক ক্বারী আমিরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল লালমোহন শাখা মাওঃ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ভোলা জেলার হাফেজ মাওঃ মোঃ মেহেদী হাসান মনির।
বাংলাদেশ সময়: ৯:১৪:৪৮ ৬২ বার পঠিত | বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলমতবিনিময় সভা