ভোলায় ‘বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাস শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ‘বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাস শীর্ষক সভা অনুষ্ঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

 

ভোলায় ‘বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাস শীর্ষক সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল বাশার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহিম ইসলাম।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভোলার ইন্সট্রাকটর (সাধারণ) মো. রাশেদুল হাসান, ভোলা সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজগর আলী। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান তাঁর বক্তবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক সময়ে ২০২৪ সালে আহত ও নিহত সকল ছাত্র ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ ও জীবনের লক্ষ্য নির্ধারণ করতে বলেন। ভালো কাজ করার মধ্যদিয়ে দেশ ও জাতির সমৃদ্ধিতে অবদান রাখতে বলেন। মানুষ হিসেবে মানবতার শিক্ষা নিয়ে আল-কোরআন ও হাদিস থেকে শিক্ষা নিয়ে জীবন গড়তে বলেছেন। ৯০’র গণআন্দোলনে নূর হোসেন এর অবদানের কথা স্মরণ করেন। জুলাই-আগস্ট বিপ্লবের ফসল ঘরে তুলতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি ২৪’র আন্দোলনে সমন্বয়ক ও তরুণদের ভূমিকার ভূয়সী প্রসংশা করেন।

আলোচনা সভায় শিক্ষার্থী প্রতিনিধি জনাব রাহিম ইসলাম তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে তারুণ্যকে কাজে লাগানোর কথা বলেছেন। বক্তব্যে সকল সেক্টরে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশ গঠনের কথা বলেছেন। দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে তারুণ্যের ভূমিকার উপর জোর দিয়েছেন। এছাড়াও ইতিবাচক পরিবর্তনে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেছেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা স্থানীয় ও জাতীয় বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৫২:৫৯   ৪৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ