ভোলা সরকারী স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা সরকারী স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।

শিক্ষার উন্নয়নে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামের ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী ২৫জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

 

ভোলা সরকারী স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. এ. এম কামরুল আলম।

বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই প্রকৌশলী মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক ও মেধাবৃত্তি প্রদান উপ-কমিটির আহ্বায়ক মসীউর রহমান রবীন।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের অ্যালামনাই ১৯৭০ ব্যাচের শাহ মোঃ ফরিদ ও শহীদুল্লাহ, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ নওশেদ আলম আকবর, এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ উইং কমান্ডার (অব:) আলী হায়দার জগলুল, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, এ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক ইয়ারুল আলম লিটন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব শওকত ও অতনু করঞ্জাই।

মেধাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল বীন আমির, প্রচার সম্পাদক নাসির আল মামুন, আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মোজহারুল ইসলাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সদস্য সচিব ও আইন বিষয়ক স¤পাদক এডভোকেট পারভেজ হোসেন,মেধা বৃত্তি প্রদান উপ-কমিটি আহ্বায়ক মসীউর রহমান রবীন, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা, বসারত উল্লাহ বসু, কে এইচ এম ইকবাল মাসুদ, নজরুল ইসলাম, ফয়েজ আহমেদ নাসিম, ফরিদ হোসেন নাঈম ও অধ্যাপক হুমায়ুন কবীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার ২৫ জন মেধাবৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি ও ক্রেস্ট প্রদান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ ও দুই সহকারী প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান ও বেগম ফাতেমা জহুরাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

ভোলা সরকারী স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

প্রধান অতিথি প্রফেসর ড. এ, এম কামরুল আলমকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেককে প্রধান অতিথি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষামূলক বই প্রদান করেন।

এসময় বক্তরা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন তথা গবেষণা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে এসব শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তবেই তাদের নেতৃত্বে দেশ কাংখিত গন্তব্যে উপনীত হতে সক্ষম হবে।

মেধাবী জাতি গঠনের লক্ষ্য ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই বৃত্তি চালুকরেছে। আমাদের চেষ্টা থাকবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করব আমরা।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩০   ৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ