ভোলায় নবযাত্রা শুরু করল জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নবযাত্রা শুরু করল জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫



ছোটন সাহা।।ভোলাবাণী।।

ভোলা তথা সারাদেশে কারিগরি শিক্ষায়  দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নবযাত্রা শুরু করলো  জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। 

ভোলায় নবযাত্রা শুরু করল  জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউটবৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন পিকেএসএফের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন।

 গ্রামীণ জন উন্নয়স সংস্থা নিজস্ব অর্থায়নে এ ইনস্টিটিউটি প্রতিষ্ঠা করেছে।

এটি চালুর মধ্যদিয়ে দ্বীপজেলা ভোলার দরিদ্র শিক্ষার্থীরা স্বপ্ল খরচে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে পারবেন বলে মনে করা হচ্ছে।


প্রাথমিকভাবে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে  মোবাইল ফোন সার্ভিসিং, জেনারেল কেয়ারগিভিং,  ড্রাইভিং, টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং ও বিউটিফিকেশনসহ অন্নত ২০ টি ড্রেটে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ভোলা সদরের  ব্যাংকের হাটে বাজার সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে।

 এটি আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ কেন্দ্র, যা দেশের পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থীদের  কারিগড়ি শিক্ষায় দক্ষ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।



ভোলায় নবযাত্রা শুরু করল  জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউটএই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে  শিক্ষার্থীরা ত্দের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। তাদের 

দক্ষতাকে স্বপ্নে রূপান্তরিত করতে জন উন্নয়ন  টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটেরে  কোর্সগুলো।

এটিকে আরও আধুনিকায়ন করতে সার্বিক সহযোগীতার আশ্বাস পাকেএসএফের কর্মকর্তাদের।

 উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও  প্রশিক্ষনার্থীরা সফল হবেন বলে মনে করছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা



এদিকে  উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন,ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ,  গ্রামীন জন উন্নয়স সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জেইউটিটিআই অধ্যক্ষ সাধন কুমার পাল প্রমুখ।

এ প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে ৩ হাজারের অধিক শিক্ষার্থীর কর্মসংস্থান হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২২:১৮:৫১   ১১৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ