হেলাল উদ্দিন লিটন।।ভোলাবাণী।। তজুমদ্দিন প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় সাত জুয়াড়ীকে আটক করেছেন। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পুলিশ বাদী মামলা দায়ের করেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের ০৯নং ওয়ার্ডের বটতলা এলাকায় মোঃ সোহাগের চায়ের দোকানের সামনে বেড়িবাঁধের উপর টাকার বিনিময়ে জুয়া খেলছেন একদল যুবক। পরে সেখানে তজুমদ্দিন থানার এস আই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় নগদ ৫হাজার ৩৬৫টাকা জুয়া খেলার আলামত সহ ৭ জুয়াড়ীকে আটক করেন। আটককৃত জুযাড়ীরা হলেন, মোঃ সোহাগ (২৬) মোঃশরিফ (৩৫) মোঃফরহাদ (২৬), মোতাহার (৪০) নুরউদ্দিন (৩২) ৬. নুরইসলাম (৪০) ৭. মোঃ দুলাল (২৪)।পরে পুলিশ বাদী হয়ে মাদক ও জুয়া আইনে মামলারুজুকরেআসামিদেরকেআদালতে সোপর্দকরে। মামলানং ০৩।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সময় গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান করে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম সহ সাতজনকে আটক করা হয়। পরে আটককৃতদের যথাযথ আইনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৩ ৫৬ বার পঠিত | আটকতজুমদ্দিনপুলিশের অভিযানসাত জুয়াড়ী