পুলিশের অভিভযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

প্রথম পাতা » তজুমদ্দিন » পুলিশের অভিভযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



হেলাল উদ্দিন লিটন।।ভোলাবাণী।। তজুমদ্দিন প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় সাত জুয়াড়ীকে আটক করেছেন। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পুলিশ বাদী মামলা দায়ের করেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

তজুমদ্দিনে পুলিশের অভিযানে আটক সাত জুয়াড়ী।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের ০৯নং ওয়ার্ডের বটতলা এলাকায় মোঃ সোহাগের চায়ের দোকানের সামনে বেড়িবাঁধের উপর টাকার বিনিময়ে জুয়া খেলছেন একদল যুবক। পরে সেখানে তজুমদ্দিন থানার এস আই শেখ শাহীদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এ সময় নগদ ৫হাজার ৩৬৫টাকা জুয়া খেলার আলামত সহ ৭ জুয়াড়ীকে আটক করেন। আটককৃত জুযাড়ীরা হলেন, মোঃ সোহাগ (২৬) মোঃশরিফ (৩৫) মোঃফরহাদ (২৬), মোতাহার (৪০) নুরউদ্দিন (৩২) ৬. নুরইসলাম (৪০) ৭. মোঃ দুলাল (২৪)।পরে পুলিশ বাদী হয়ে মাদক ও জুয়া আইনে মামলারুজুকরেআসামিদেরকেআদালতে সোপর্দকরে। মামলানং ০৩।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সময় গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান করে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম সহ সাতজনকে আটক করা হয়। পরে আটককৃতদের যথাযথ আইনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৩   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর ॥তজুমদ্দিনে চিত্রনায়ক আমিন খান
পুলিশের অভিভযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক
নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি: মেজর হাফিজ
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
তজুমদ্দিনে মৎস্যজীবিদের দুইদিনের প্রশিক্ষণ শুরু
রাষ্ট্রের ৩০ লাখ টাকা গচ্চা একদিনও চলেনি তজুমদ্দিন হাসপাতালের নৌ-অ্যাম্বুলেন্স ॥
তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তজুমদ্দিনে সন্ত্রাসী হামলা আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি ॥
লালমোহনের লর্ডহার্ডিঞ্জে জেলেদের জন্য টেকসই পরিকল্পনা গ্রহনের দাবিতে মানববন্ধন

আর্কাইভ