মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।
মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্ভোধন করা হয়েছে। জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময় এই বিষয় কে সামনে এনে উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করেন।
মঙ্গলবার সকল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। পরে তিন উপজেলার সরকারি বিভিন্ন দাপ্তরিক প্রধানদের সাথে নিয়ে মেলায় অংশ গ্রগনকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।

এই সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান,মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন,সমবায় অফিসার মোঃ নাছিরউদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন,সাংবাদিক।
বাংলাদেশ সময়: ১৬:১২:৪৮ ১০০ বার পঠিত | উদ্ভোধনমনপুরা৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা