
চরফ্যাশন অফিস,ভোলা বানী।।
ভোলার মনপুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা এবং দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিএনপি দলীয় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম গ্রুপের অন্তত ২৫জন নেতা কর্মী আহত হয়েছেন বলে তারা দাবী করছেন। তবে এঘটনায় গুরুতর আহত ৮জনকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। এরা হলেন ইয়াসিন,মাকসুদ, মামুন, সাগর, শামিম,হেলাল, নুরু ও রাকিব। গতকাল সোমবার সকালে মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের আলম নগর বিএনপির দলীয় কার্যালয়ে এঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মনপুরা উপজেলা বিএনপি নেতা ইয়াসিন সংবাদকর্মীদের বলেন, বিএনপির প্রতিপক্ষ নুরুল ইসলাম নয়ন গ্রুপে যুক্ত হওয়া আওয়ামী সন্ত্রাসী রহিমের নেতৃত্বে সালাউদ্দিন সুকানি,রাসেল সুকানি,সাদ্দাম,করিম ও মনিরসহ ৩০-৪০জন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাকুচিয়া ইউনিয়নের আলম নগর বিএনপির দলীয় কার্যালয়ে এসে আমাদের উপর হামলা চালায়। হামলাকারীরা অফিস ভাংচুর ও লুটপাট শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিও ভাংচুর করেছে। ইতিপূর্বে এই গ্রুপটি একাধিকবার অফিসটিতে তালা ঝুলিয়েছে। তারা বলছে এখানে নাজিম উদ্দিন আলমের কোনো অফিস থাকবে না। আমরা ৮/১০জন নেতাকর্মী সকালে অফিস খুলতে গেলে তারা এঘটনা ঘটায়। এঘটনায় তাদের ২৫জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেছেন।
অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানাযায়নি।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:০০:৩৪ ২৬ বার পঠিত |