ভোলায় তোফায়েল পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে – হাফিজ ইব্রাহিম

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় তোফায়েল পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে – হাফিজ ইব্রাহিম
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫



ভোলাবাণী ।।বোরহান উদ্দিন প্রতিনিধি।।বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

 

বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভা

সোমবার (২০ জানুয়ারী ২০২৫) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাফিজ ইব্রাহিম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন- তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে তার ভাতিজা কে বিনা ভোটে এমপি বানিয়ে তারা পারিবারিক ভাবে লুঠপাট করেছে। ভোলায় তার পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে। তার ভাগিনা ভাতিজা সহ পরিবারের সদস্যরা লুটপাট করে ব্যাংককে বাড়ি বানিয়ে আলিসান জীবনযাপন করছে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগনের দারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে, এমন কিছু করা যাবে না যতে আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে হয়। বিএনপি মুনাফেকি স্বাধীনতা বিরোধী দল নয়, বিএনপি ধর্মনিরপেক্ষ দল।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড,কাজী মোঃ আজম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী ও হাসান হাওলাদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, সদস্য সচিব মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার,সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপুস্থিত ছিলেন। উল্লেখ্য- উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে এর আগে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বাংলাদেশ সময়: ২০:০৯:১৭   ১১৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
খাঁচায় মাছ চাষে ফিরছে সুদিন
ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নারী যাত্রীর নদীতে ঝাঁপ: পরিচয় ও সন্ধান মিলেনি এখনো
পরিবারের দাবী পরিকল্পিত হত্যামনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মরিয়া ইরান তছনছ ইসরাইল

আর্কাইভ