ছোটন সাহা।।ভোলাবাণী।।
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।
রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
বাংলাদেশ ইউনাইটেড প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যের শিকার দেশের ৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসব বিদ্যালয় জাতীয়করণের দাবীতে বার বার এবং
বিভিন্ন সময় বিভিন্নভাবে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয়ভাবে মানববন্ধন, সংবাদিক সম্মেলন এবং স্মারকলিপির মাধ্যমে দাবিগুলো তুলে ধরা হয়। কিন্তু দীর্ঘ কয়েক বছরে তা বাস্তবায়িত হয়নি। যারফলে বঞ্চিত ওইসবসব বিদ্যালয়ের শিক্ষকরা। তাই অন্তবর্তিকালীন সরকারের কাছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবী করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ববেসরকারি পপ্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মোঃ ইউসুফ সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিনসহ শিক্ষকরা। এছাড়াও জেলা বিভিন্ন বরসরকারি প্রাথমিক বিদ্যালয় শত শত শিক্ষক অংশগ্রহন করে।
বাংলাদেশ সময়: ২২:১৪:৫৫ ৫৭ বার পঠিত | জাতীয়করবেসরকারি প্রাথমিক বিদ্যালয়ভোল।মানববন্ধন