মোঃ ইকবাল হোসেন।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবং তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল ও বুধবার (১৪-১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিজ্ঞান ও তারণ্যের মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ১৭টি ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উপজেলার ১৫ টি স্কুল কলেজ ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব সহ মাধ্যমিক শিক্ষক সমিতি অংশগ্রহণ করেন
বাংলাদেশ সময়: ৮:৩২:৫২ ২০ বার পঠিত | বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলাবোরহানউদ্দিন