ইসলামী আন্দোলন বাংলদেশের আয়োজনে ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইসলামী আন্দোলন বাংলদেশের আয়োজনে ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে  ইন্ট্রাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিলসহ ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সমাজকর্মীসহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ই জানুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের বিএফ জি রেস্টুরেন্টে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক এবং সাবেক জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।

 

ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

এসময় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, ভোলা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, বাসদের ভোলা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ভোলার ঘরে ঘরে গ্যাস চাই দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ব-দ্বীপ ফোরাম ভোলা জেলা সভাপতি মোশাররফ হোসেন অমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহিম ইসলাম, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক দলের দায়িত্বশীল এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবৃত্তি শিল্পী তালহা তালুকদার বাঁধন।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ৮:৫৬:৪৭   ৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ