চরফ্যাশনের উপকূলীয় বেড়িবাঁধের শীতার্তদের পাশে কম্বল নিয়ে গভীর রাতে ইউএনও

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের উপকূলীয় বেড়িবাঁধের শীতার্তদের পাশে কম্বল নিয়ে গভীর রাতে ইউএনও
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



চরফ্যাশনের উপকূলীয় বেড়িবাঁধের শীতার্তদের পাশে কম্বল নিয়ে গভীর রাতে  ইউএনওমিজান নয়ন।।ভোলাবাণী।।  চরফ্যাশন অফিস,ভোলা।।

চরফ্যাশনসহ উপকূলীয় জেলা ভোলার ৭ উপজেলায়  গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের কবল থেকে চরফ্যাশনের নিন্ম আয়ের মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে বেড়ি বাঁধ ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। শুক্রবার রাতে চরফ্যাশনের হাজারি গন্জ ইউনিয়নের মেঘনানদীর পাড়ের মাইনুদ্দিন বেড়িবাঁধ    এলাকা ঘুরে শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দেন। শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর গায়ে নিজ হাতেই জড়িয়ে দেন কম্বল। এতে অনেকটাই খুশি হয়েছেন শীতার্তরা।এসময় তিনি বেড়ি বাঁধের থাকা নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিকে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন বেড়ি বাঁধের এলাকার অসহায় শীতার্ত মানুষেরা।

শীতার্ত মানুষরা বলেন, যাদের কম্বল কেনার সামর্থ ছিল না একমাত্র তারাই এ কম্বল পেয়েছেন। শীত নিবারন জন্য এ কম্বল তাদের উপকারে আসবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন,গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়ছে। এই উপজেলার ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলে সহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই শীত বস্ত্র নিয়ে নিজে ছুটে এসেছি। শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে। এ উপজেলায় শীতার্ত মানুষের জন্য সরকার থেকে মোট ২ হাজার  পিস কম্বল বরাদ্দ এসেছে যা  চাহিদার তুলনায় অনেক কম।

বাংলাদেশ সময়: ২১:২৯:০৫   ১০৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : নয়ন
চরফ্যাশনে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
চাঁদা না পেয়ে দোকান মালিকের ওপর হামলা দোকান ঘর জবর দখল
চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর

আর্কাইভ