মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা তোফায়েল স্যার ষড়যন্ত্রের শিকার : সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ

প্রথম পাতা » এক্সক্লুসিভ » মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা তোফায়েল স্যার ষড়যন্ত্রের শিকার : সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোন কর্তৃক গ্রেফতার ও মামলার প্রতিবাদে ভোলায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

তোফায়েল স্যার ষড়যন্ত্রের শিকার : সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যতে জেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভারপ্রাপ্ত সাধারণ হাসান মিজানুর রহমান মিঠু বলেন, ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক গত ৮ই জানুয়ারী বুধবার রাত আনুমানিক ৩ টায় রাজাপুর শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডের মাস্টার পাড়া তার নিজ বাসার (তৃতীয় তলায়) দরজায় লাথি মেরে আতংক সৃষ্টি করে বাসার ভিতর থেকে দরজা খুলে দিলে কোস্ট গার্ডের ২৫/৩০ জন সদস্য ভিতরে প্রবেশ করেন।

তল্লাশির নামে তারা আলমারীর তালা, হাইকমোড, ভেসিনের গ্লাস ভেঙ্গে বাসার কাপড় চোপড়, আসবাবপত্রসহ ব্যক্তিগত কাগজপত্র এলোপাথারি ছুড়ে ফেলে দিয়ে আতংক সৃষ্টি করে। এক পর্যায়ে তোফায়েল আহমেদ এর মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের দেওয়া একটি মোবাইল নাম্বারে কথা বলিয়ে তা রেকডিং করে মিডিয়ায় প্রকাশ করে। যা শুনলে সম্পূর্ণরূপে প্রতিয়মান হবে এটি একটি পরিকল্পিত সাজানো নাটক।

তিনি আরো বলেন, এই ঘটনায় আমরা গত ৯ই জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার ব্যানারে ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ সুদীর্ঘ মানববন্ধন করি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানসহ জেলা প্রশাসক বরাবরেও স্মারকলিপি প্রদান করে ২৪ ঘন্টা সময় বেধে দিয়ে তোফায়েল আহমেদ এর মুক্তির দাবি জানানো হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৪৮ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও অদ্য পর্যন্ত তোফায়েল আহমেদ এর মুক্তি না দেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভোলা জেলার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আগামী ১৩ই জানুয়ারীর মধ্যে তোফায়েল আহমেদ এর মুক্তির দাবি জানাচ্ছি।

অন্যথায় সংগঠনের পক্ষ থেকে নিম্মের কর্মসূচি পালন করা হবে। ১৪ই জানুয়ারী সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি। ১৬ই জানুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি। ১৯শে জানুয়ারী সকল উপজেলায় মানববন্ধন ও নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান। ২১ শে জানুয়ারী জেলা পর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, ২৬শে জানুয়ারী হতে জেলার সকল উপজেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাতেমা খানম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মোঃ ইব্রাহীম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, শিক্ষক সমিতির উপজেলার সভাপতি মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ৯:১৭:০৫   ৪৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান
ভোলায় ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
চলতি বছর ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা
বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে চীন ভারতের মুখোমুখি অবস্থান পর্ব- ২
ভোলায় সুলভমূল্যে দুধ-মাংস-ডিম বিক্রয় উদ্বোধন
বোরহানউদ্দিনে মাদক কারবারীর হামলায় পুলিশের এ.এস.আই গুরুতর আহত
ভোলায় বাজার মনিটরিংয়ের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার
অসহায় বিধবা নারীকে পাকাঁ ঘরের চাবি তুলে দিলো নিজাম-হাসিনা-ফাউন্ডেশন
ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব
পাঁচ দফা দাবিতে ভোলায় গন‌অধিকার পরিষদের বিক্ষোভ

আর্কাইভ