মিজান নয়ন।।চরফ্যাশন অফিস।।ভোলাবাণী।।
চরফ্যাশন উপজেলার অসহায় দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে চরফ্যাশনে একটি ফ্রি চক্ষু চিকিৎসা প্রকল্প চালু করা হয়েছে।

আজ সোমবার উপজেলার শশীভূষন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমার চোখ, আমার আলো নামে এই প্রকল্পটি চালু করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ঘূর্ণিঝর প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) পরিচালক আহমাদুল হক প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার(বিডিপিসি), ডা. কে জামান বিএনএসবি চক্ষ হাসপাতাল ও ডাটা ইয়াকার যৌথ উদ্যোগে এই পাইলট প্রকল্পটি ছয় মাস ব্যাপি চরফ্যাশন পৌরসভাসহ উপজেলার ২১টি ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষকে সরকারি ছুটি ব্যাতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দিবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মো.আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার’র পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, প্রকল্পের উদ্যোক্তা স্টামফোর্ড বিশ্ববিদ্যালযের অধ্যাপক মি.র্যান্ডম, ডাটা ইয়াকার সিইও হাসিবুর রহমান, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাশেম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন
বাংলাদেশ সময়: ১৬:৩২:০৫ ৭৯ বার পঠিত | চরফ্যাশনফ্রি চক্ষু চিকিৎসা প্রকল্প