মনপুরা প্রতিনিধি ॥ভোলাবাণী।।
ভোলার মনপুরার মেঘনায় রাতভর (১২ ঘন্টা) কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ১৬ টি চাই জাল জব্দ করে। এই সময় এক হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়। সোমবার ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বদলির চর ও রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় অভিযানে নিষিদ্ধ চাই আটক ও পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত এক হাজার কেজি পাঙ্গাসের পোনা মেঘনায় ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটককৃত ১৬ টি নিষিদ্ধ চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার শাহে আলম জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১২:৪৮:২০ ৬৩ বার পঠিত | অবৈধ চাই জালমনপুরা