ছোটন সাহা।।ভোলাবাণী।।
সাহসিকতার সাথে চার দশক ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন ভোলার সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নজরুল হক অনু।দীর্ঘ এ পথচলায় তিনি এ জেলার সমস্যা, সম্ভাবনা, অপরাধ, অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন ও সফলতার গল্প তুলে ধরেছেন মিডিয়ায়। এসব সংবাদে অনেক প্রশংসা পেয়েছেন তিনি।তার সেই অসামন্য অবদানকে দ্বীপের সাংবাদিকতায় অনুকরনীয়।

নজরুল হক অনুর এমন অর্জনকে সম্মাননা জানাতে আয়োজন ছিলো সম্মাননা ও কনসার্ট অনুষ্ঠানের।জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধায় শহরের বাংলাস্কুল মাঠ চত্বরের ভাসানি মঞ্চে জমকালো এক আয়োজনের মধ্যদিয়ে সাংবাদিক নজরুল হক অনুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগীত শিল্পী আসিফ আলতাফ।
জেলা সাংবাদিক সংস্থার সভাপতি শহীদ তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ নুরন্নবী, প্রবীন সাংবাদিক এমএ তাহের, জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ সভাপতি হাসান সরদার জুয়েল, সংগীত শিল্পী ও কবি হাসান মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, এমএ বারী, অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত প্রমুখ।
তালহা তালুকদার বাঁধনের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক-কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলোচনায় বক্তারা অ্যাডভোকেট নজরুল হক অনুর সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাংবাদিকতার চালিয়ে যাওয়ার আহবান জানান।
পরে আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক নজরুল হক অনুকে সম্মাননা তুলে দেন।
পরে ভোলা, বরিশাল ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্য পরিবেশন করেন।
এরআগে সাংবাদিক নজরুল হক অনুর সাংবাদিকতার উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। বর্তমানে নজরুল হক অনু ইন্ডিপেনডেন্ট টিভির ভোলা প্রতিনিধি এবং দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৫১ ১৪২ বার পঠিত | গনমাধ্যমনজরুল হক অনুসংবর্ধিতসাংবাদিক নজরুল হক অনু