ভোলার আলীনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৪

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার আলীনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৪
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



আশিকুর রহমান শান্ত।।ভোলাবাণী।। 


ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তঃসত্ত্বা নারী সহ ৪ জন গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক‌ই বাড়ির নুরুল ইসলাম ও চুন্নু গংদের বিরুদ্ধে।


ভোলার আলীনগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৪শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২ টাযয় আলীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  এর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।


ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ আলাউদ্দিন এর ক্রয়কৃত জমিতে নুরুল ইসলাম ও চুন্নু গংরা জোড় পূর্বক ঘর উত্তোলন করতে আসে। তাদের ঘর উত্তোলনে বাধা দিলে তারা দলবল নিয়ে এসে আলাউদ্দিন গংদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন সেলিম, যুবলীগ নেতা রাজিব, কামরুল ও জসিম। এদের নেতৃত্বে ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী এ হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হন ৮ মাসের অন্তঃসত্ত্বা নারী মোসাঃ ফেরদাউস বেগম (২৫), মোঃ সামসুদ্দিন (৩৫), মোঃ সজিব (২৬) ও মোঃ জ্যাকব (২২) গুরুতর আহত হন। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তারা বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছে।


আহত ফেরদাউস বলেন, নুরুল ইসলাম গংরা ও আমরা একই বাড়িতে বসবাস করিয়া আসিতেছি।

নুরুল ইসলাম গংদের সাথে আমাদের জমিজমা নিয়া দীর্ঘদিন বিরোধ চলিয়া আসিতেছে। বিবাদীরা আমাদের ক্রয়কৃত ভোগ দখলীয় জমি গায়ের জোরে ভোগ দখল করার পায়তারা করিয়া আসিতেছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি মীমাংসা হলেও তারা কোন ধরনের ফয়সালা মানে না। বরং তারা পূর্ব পরিকল্পিত ভাবে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে আমাদের জমিতে ঘর উত্তোলনের চেষ্টা করে। আমরা ঘর উত্তোলন করতে নিষেধ করলে তারা পরিকল্পিতভাবে আমাদের উপর দ্যা, লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।


স্থানীয় এক সালিশদার নাম প্রকাশ না করা শর্তে বলেন, এ বিষয়ে আমরা স্থানীয় ভাবে একাধিকবার সালিশ মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হই। নুরুল ইসলাম গংরা স্থানীয় সালিশ মিমাংসা তোয়াক্কা করে না। তারা উল্টো আলাউদ্দিন গংদের কে অশ্লিল ভাষায় গালিগালাজ করিয়া প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখায়।


এ বিষয়ে অভিযুক্ত রাজিব বলেন, আমার কোন বক্তব্য নেই, আমার মুরুব্বীরা যে সিদ্ধান্ত নিবে সেটি বক্তব্য।


এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩০   ৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ