ভোলায় নতুন করে যাত্রা শুরু করল নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরনী মহিলা সমিতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নতুন করে যাত্রা শুরু করল নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরনী মহিলা সমিতি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



ভোলায় নতুন করে যাত্রা শুরু করল নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরনী মহিলা সমিতি

ছোটন সাহা।। ভোলাবাণী।।

দেশের অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের একটি অংশ বিশেষ ভূমিকা পালন করে আসছে। সে ক্ষেত্রে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও।  সেই সব নারীদের এক প্লাটফর্ম আনতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরনি মহিলা সমিতি।

 দীর্ঘ এক বছরের বেশী সময় ধরে কাজ করা এ সংগঠনটি এবার  অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আত্নপ্রকাশ করলো। কেককাটা এবং আলোচনাসভা সহ জমকালো অনুষ্ঠানটটি পরিনত হয় মিলমেলায়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জিজেইউএস ল্যান্ডিং ষ্টেশনে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সমাজে পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে সংগঠনটি বিশেষ ভুমিকা পালন করবে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিরা।


জাগরনী নারী সমিতির সভাপতি পাপিয়া চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিজেইউএস পরিচালক এ্যাড. বিথী ইসলাম, ভোলা সদর তথ্য সেবা কর্মকর্তা আফনান হক, ভোলা বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির, ভোলা টাইমস সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব।

নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে উঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা।  বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসার প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা। এমন আয়োজনটি তাদের পথচলায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


অনুষ্ঠানে ফারজানা হাসি, প্রমিতা এনি, রাবেয়া রায়হান ও নুজহাদ নূহা সহ উদ্যোক্তাগন অংশগ্রহন করেন।

আয়োজক বলছেন, এমন আয়োজন ভবিষ্যতে একসাথে পথচলা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে।


ভোলার নারীদের নিপুণ হাতের তৈরীকৃত  পণ্য ইতমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে উঠার চেষ্টায়  নেমেছেন।

উল্লেখ্য, গ্রমীন জন উন্নয়ন সংস্থার রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলার পিছিয়ে পড়া নারীদের  সংগঠিত করতে বিশেষ ভুমিকা পালন করছে।

অনুষ্ঠানে অর্ধশতাধি নারী উদ্যোক্তা অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৮   ৫১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
মনপুারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলায় নিহত ১
গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল
ড. মুহাম্মদ ইউনূসে সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল
তেতুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক
বোরহানউদ্দিনে চাষাবাদকৃত জমির ফসল লুটপাট ব্যপক ক্ষতি সাধন
ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৮ মার্চ : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ