চরফ্যাশনে গৃহবধূর রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা

প্রথম পাতা » এক্সক্লুসিভ » চরফ্যাশনে গৃহবধূর রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



আরিফুর রহমান (রাসেল) ।।ভোলাবাণী।।

ভোলার চরফ্যাশনে এক সন্তানের জননী গৃহবধূ মাকসুদার রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে গলাটিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

 

চরফ্যাশনে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

মঙ্গলবার দিবাগত মধ্য রাতের পর উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড চার ফকিরা গ্রামে স্বামী ইউসুফ আলীর বসত ঘরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শশীভূষণ থানা পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ, স্বজন ও প্রতিবেশীদের দেয়া তথ্যানুযায়ী জানা যায়, উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরআইচা গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সাথে হাজারীগঞ্জ চর ফকিরা গ্রামের দিনমজুর ইউসুফ আলীর বিয়ে হয়।
মাকসুদা-ইউসুফ দম্পতির ঘরে ৪ বছেরর একটি কন্যা সন্তান আছে, নাম মারজান।
গত সপ্তাহকাল বাবার বাড়িতে বেড়ানের পর মঙ্গলবার বিকেলে স্বামী ইউসুফ আলীর-ঘরে ফেরেন মাকসুদা। ঘরে ফেরার কয়েক ঘন্টা পর স্বামীর বসতঘরের আড়ায় মাকসুদার ঝুলন্ত লাশ দেখা যায়।

মাকসুদার বাবা মাওলানা আব্দুল মাজেদ অভিযোগ করে জানান- মেয়ে মাকসুদা তার স্বামী ইউসুফ আমার বাড়িতে এক সপ্তাহ থাকার পর মঙ্গলবার সকালে নগদ ৫ হাজার টাকা ও ৫ বস্তুা চাউল সহ স্বামী ইউসুফ আলীর বাড়িতে যান। স্বামী ইউসুফ আলী ও তার পরিবার বিভিন্ন সময় তার মেয়েকে মারধর করেছেন। মঙ্গলবার রাতে পরিবারের সকলে মিলে মেয়ে মাকসুদাকে গলাটিপে হত্যার পর তার লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে।

ঘটনার পর থেকে স্বামী ইউসুফ বাড়ির সব লোক আত্মগোপনে চলে গেছেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিহতের বাবা মাওলানা আব্দুল মাজেদ বাদী হয়ে মেয়েকে হত্যার দাবী করে লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫৮   ১১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভোলায় বাস মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা তোফায়েল স্যার ষড়যন্ত্রের শিকার : সংবাদ সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ
৪৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি হামাগুড়ি দিয়ে চলছে চরফ্যাশনের পাবলিক লাইব্রেরী
৪৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি হামাগুড়ি দিয়ে চলছে চরফ্যাশনের পাবলিক লাইব্রেরী
রাষ্ট্রের ৩০ লাখ টাকা গচ্চা একদিনও চলেনি তজুমদ্দিন হাসপাতালের নৌ-অ্যাম্বুলেন্স ॥
চরফ্যাশনে চালু হলো ৬ মাসের ফ্রি চক্ষু চিকিৎসা প্রকল্প
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
মনপুরায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল জব্দ

আর্কাইভ