তজুমদ্দিনে সন্ত্রাসী হামলা আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি ॥

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে সন্ত্রাসী হামলা আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি ॥
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে দক্ষিণ খাসেরহাট বাজারের কাপড় ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

 

ছবির ক্যাপশন ঃ তজুমদ্দিনে সন্ত্রাসী হামলার আহত ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাস।

হাসপাতাল ও আহত সুত্রে জানা গেছে, তজুমদ্দিন দক্ষিণ খাসেরহাট বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন চন্দ্র দাসের বড় ভাই প্রাণকৃষ্ণ দাসের (৬৮) উপর শনিবার রাত ১১টার দিকে দোকানে ডুকে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রাণকৃষ্ণ দাসের শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্তাক্ত যখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

আহত প্রাণকৃষ্ণ দাস হাসপাতালে বসে সাংবাদিকদের জানান, আমি কাটা কাপড়ের দোকানে বসে ছিলাম। রাত সোয়া ১১টার দিকে মুখোশধারী একলোক দোকানে ডুকে আমার উপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, জ্ঞান ফেরার পর প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীর নাম রিয়াজ উদ্দিন। স্থানীয় সুত্রে জানা যায় রিয়াজ দীর্ঘদিন ঢাকায় ট্রাকের ড্রাইভারী করতেন। গত ৫ আগষ্টের পরে খাসেরহাটে এসে একের পর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
এঘটনায় আহত প্রাণকৃষ্ণ দাসের ছোট ভাই তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন কুমার দাস বলেন, আমার ভাই’র উপর কি কারণে হামলা হয়েছে বিষয়টি আমরা বুঝে উঠতে পারছিনা। তবে রিয়াজউদ্দিন দোকান ও জমি দখলের বিভিন্ন লোকজনকে ইতিমধ্যে মারপিট করেছে। এঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।
জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, হামলার ঘটনাটি আমরা ভিন্নভাবে শুনতে পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। আর ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৫   ১৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
তজুমদ্দিনে গাাঁজাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক ॥
হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবারতজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা
তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত ॥
৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥
পাকা ব্রিজ নির্মাণের দাবী এলাকাবাসীর তজুমদ্দিনে কাঠের ব্রিজে ঝুঁকি নিয়ে ১০ হাজার মানুষের পাড়াপাড় ॥
ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর ॥তজুমদ্দিনে চিত্রনায়ক আমিন খান
পুলিশের অভিভযানে তজুমদ্দিনে সাত জুয়াড়ি আটক

আর্কাইভ