চরফ্যাশনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় বিএনপির দু’পক্ষের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিলে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম অনুসারী গ্রুপ ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুসারীদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।

 

চরফ্যাশনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

মঙ্গলবার রাত ৯টায় দক্ষিণ আইচা থানার সদর আইচা বাজারে দু’পক্ষের পাল্টাপাল্টি মিছিল চলাকালীন সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ৫টি মোটরসাইকেল ভাংচুর করেন। খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয়রা আহতেদের উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালও চরফ্যাশন হাসপালে ভর্তি করেন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত দক্ষিণ আইচা থানা এলকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নরুল ইসলাম নয়ন অনুসারী কেন্দ্রীয় যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সবুজ খান একটি প্রতিবাদ সভা ও মিছিল বের করেন। এসময় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের অনুসারী কিছু নেতাকর্মীরা পাল্টা একটি মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় আলম অনুসারী নয়ন অনুসারী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নরুল ইসলাম নয়ন অনুসারী কেন্দ্রীয় যুবদলের সদস্য ও দক্ষিণ আইচা থানার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খান জানান, সম্প্রতি সময়ে গত বুধবারে নাজিম উদ্দিন আলম অনুসারী নেতাকর্মীরা দক্ষিণ আইচা বাজারের ঢালচর ইউনিয়ন যুবদলে যুগ্ম সাধারন স¤পাদক আলমগীর মাতাব্বর ও চরমানিকার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও শ্রমিক দলের সহ-সভাপতিকে মারধর করেন।কিন্তু নরুল ইসলাম নয়ন অনুসারী বিএনপির সভাপতি রেজাউল করিম খন্দকারসহ কোন নেতারাই তাদের পাশে দাড়ায়নি এবং প্রতিবাদ করেননি। তাদের অনুসারী নেতাকর্মীদের মারধরের ঘটনায় তিনি পূর্ব ঘোষনা অনুযায়ী থানার অনুমতি নিয়ে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা দক্ষিণ আইচা বাজারের অবস্থিত নয়ন অনুসারীদের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের একত্র করে সন্ধ্যা সাড়ে ৭টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করেন। এর জেরে নাজিম উদ্দিন আলম অনুসারী গ্রুপের নেতাকর্মীরা একটা পাল্টা মিছিল বের করে তাদের মিছিলের মধ্যে ঢুকে উদ্ভবট পরিস্থিতির সৃষ্টি করে। এসময় আলম অনুসারী নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় মিছিল করার চেষ্টা করেন। পরে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তাদের প্রায় ৩২ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চললে বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম অনুসারী দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারন সম্পাদক মো. ফারুক মাষ্টার জানান, পুর্ব ঘোষনা অনুযায়ী যুবদলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ছিলো এবং করিম পাড়া বিএনপির দলীয় অফিস উদ্বোধন ছিলো। রাতে আমাদের যুবদলের নেতাকর্মীরা বাজারে মিছিল করেন। এবং দলীয় কার্যালয় উদ্বোধণ করতে যাওয়ার সময় আমাদের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন যাকে আমারা কখনও চরফ্যাশনের রাজনীতিতে দেখিনি তার অনুসারীরা রাতের আঁধারে ছাত্রলীগের যুবলীগের লোকজন নিয়ে পুলিশের উপস্থিতে লাঠি মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে প্রায় ১৮ নেতাকর্মী নেতাকর্মী আহত হয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের অনুসারী ও দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম খন্দকার সংঘর্ষের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, থানার অনুমতি ছাড়াই দু’পক্ষ মিছিল বের করায় এমন উদ্ভবট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিত শান্ত করেছেন। তবে বিএনপি নেতার অভিযোগটি সঠিক নয়।

বাংলাদেশ সময়: ৯:৫১:০৯   ৪১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন
চরফ্যাশনে কোস্টগার্ডের অসহায় দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সাংবাদিক মামুনের মা বিলকিছ বেগমের ইন্তেকাল
চরফ্যাশনে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
দক্ষিণ আইচা মসজিদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্ভোগ
কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না-ওসি এরশাদুল হক ভুঁইয়া
দক্ষিন আইচা থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ
৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি
চরফ্যাশনে ঘর পেয়েছেন গৃহহীন-ভূমিহীন ১১০৭ পরিবার
রিমেল দুর্গত ৫শত পরিবারে মধ্যে চরপাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আর্কাইভ