আপনাদের জন্যই দেশের প্রতিটা মানুষ খাবার পাচ্ছি —-ইউএনও রাসনা শারমিন মিথি

প্রথম পাতা » চরফ্যাশন » আপনাদের জন্যই দেশের প্রতিটা মানুষ খাবার পাচ্ছি —-ইউএনও রাসনা শারমিন মিথি
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



---মিজান নয়ন।।ভোলাবানী।।চরফ্যাশন ব্যুরো অফিস।।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেটা হয়েছে আপনাদের মাধ্যমে। এদেশে পেশা হিসেবে কৃষি পেশাটাই আমাদের ৮০ শতাংশ ছিলো। এখন কালের বিবর্তনে বা সময়ের পরিবর্তনে আমরা পেশা পরিবর্তন করেছি, অনেক ধরনের পেশায় গিয়েছি। আপনারা যারা আজো কৃষি পেশাটাকে ধরে রেখেছেন আপনাদের জন্যই কিন্তু আমরা দেশের প্রতিটা মানুষ খাবার পাচ্ছি এবং আমরা দেশের বাইরেও রপ্তানি করছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা সিমাহীন।

গতকাল মঙ্গলবার দুপুরে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন।

কৃষকদের উদ্দেশ্যে নির্বাহী অফিসার আরো বলেছেন, আমি শুনেছি ভোলার অন্য উপজেলার চেয়ে চরফ্যাশনের উৎপাদন অনেক বেশী, সেটা হয়েছে আপনাদের নিরলস পরিশ্রমের কারনেই । সেই পরিশ্রমটুকু অব্যাহত রাখবেন। আমরা আমাদের উৎপাদনটা বাড়াতে চাই। সরকারের পক্ষ থেকে যত ধরণের প্রনোদনা আছে আমরা তালিকা করে যেন আপনারা ভালো ভাবে পান সেটা নিশ্চিত করবো।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমের সঞ্চালনায় কৃষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, , প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রহমত উল্লাহ, খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এদিন পাঁচ শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে।

উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামান জানান, পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১২হাজার ৩২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে  পর্যায়ক্রমে এই সার ও বীজ বিতরণ করা হবে। এছাড়াও উপজেলার ৫হাজার কৃষককে ২  কেজি করে হাইব্রীড ধান বীজ দেয়া হবে।  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিঘা প্রতি জমির জন্য প্রতি কৃষককে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি সূর্যমুখী, ১০ কেজি চিনাবাদাম, ৮ কেজি সয়াবিন, ৮ কেজি খেসারী ডাল, ৫ কেজি মুগ ডাল, ৫ কেজি মসুর ডাল, ৭ কেজি ফেলন ডাল এবং ডিএপি সার ১০ থেকে ২০ কেজি এমওপি সার ৬থেকে ১০ কেজি করে বিনামূল্যে দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১:৩৭:৪৯   ১০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে ব্যবসায়ীদের দখলে মহাসড়ক
চরফ্যাশনে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিলেন স্ত্রী
চরফ্যাশনের উপকূলীয় বেড়িবাঁধের শীতার্তদের পাশে কম্বল নিয়ে গভীর রাতে ইউএনও
৪৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি হামাগুড়ি দিয়ে চলছে চরফ্যাশনের পাবলিক লাইব্রেরী
৪৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি হামাগুড়ি দিয়ে চলছে চরফ্যাশনের পাবলিক লাইব্রেরী
ওয়ারিশ সম্পত্তি দখলের পায়তারা মামলা-হামলা করে সাংবাদিক পরিবারকে হয়রানির অভিযোগ
চরফ্যাশনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চরফ্যাশনে ঘুরতে আসা ৩ পর্যটককে মারধর করে মোবাইলসহ নগদ টাকা লুট
চরফ্যাশনে পাঁচ জয়িতা সংবর্ধিত
আপনাদের জন্যই দেশের প্রতিটা মানুষ খাবার পাচ্ছি —-ইউএনও রাসনা শারমিন মিথি

আর্কাইভ