স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভারতের আগরতলায় ভারতীয় উগ্রবাদী হিন্দু বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল করতে দেখা গেছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব থেকে এ ঝটিকা মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে প্রেসক্লাব এসে মিলিত হয়।
এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এছহাক ফরাজী বলেন, ভারতের উগ্রবাদী হিন্দু গোষ্ঠী বাংলাদেশ হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারত সরকার যদি বাংলাদেশকে নিয়ে কোন রকমে ষড়যন্ত্র করতে চায় ঐ সকল ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দেবে। বাংলাদেশের কোন বিষয় নিয়ে যদি ভারত নাক গলায় তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। ভারত, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতীশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লির নীলনকশা রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এসময় ঝটিকা মিছিলে জামাত শিবিরের বেস কয়েকজন নেতাকর্মীদের দেখা গেছে।
বাংলাদেশ সময়: ৭:০৪:০৮ ৫৬ বার পঠিত | ঝটিকা মিছিলবাংলাদেশ হাইকমিশনভারতভোলাহামলার প্রতিবাদ