পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা ভোলায় ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্টের উদ্বোধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা ভোলায় ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্টের উদ্বোধন
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।ভোলায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।

 

নতুন এক অধ্যায়ের সূচনা

রবিবার ( ১ ডিসেম্বর ) বিকেলে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় ভোলা খালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে নির্মিত জিজেইউএস ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান। জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মেস্তাফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা মো. ইসমাইল।

 

ভোলায় ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্টের উদ্বোধন

প্রধান অতিথি ফিতা কেটে এ ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেন। এর মাধ্যমে ভোলার পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করেন উপস্থিত দর্শনার্থীরা।

ভোলা শহরের প্রাণকেন্দ্র যুগিরঘোল ব্রিজের নিচে, ভোলা খালের মনোরম পরিবেশে এই ল্যান্ডিং স্টেশন নির্মিত হয়েছে। এখানে ভাসমান রেস্তোরাঁ, কায়াকিং স্পট, এবং স্পিডবোটে ভ্রমণের সুবিধা রয়েছে। বিনোদন ও খাবারের সুব্যবস্থার কারণে এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্পট হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, ভোলা খালের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এটি পর্যটকদের বিনোদনের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন জায়গা হিসেবে বিশেষ ভূমিকা রাখবে।

 

ভোলায় ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্টের উদ্বোধন

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এটি ভোলার মানুষের বিনোদনের জন্য একটি অনন্য স্থান। শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় সহজেই সবাই এখানে আসতে পারবে। এটি শুধু মানুষকে বিনোদন দেবে না, বরং ভোলা খালকে পরিচ্ছন্ন রাখতেও সহায়তা করবে।

দ্বীপজেলা ভোলায় বেশ কিছু বিনোদনকেন্দ্র থাকলেও সেগুলো শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। তবে শহরের কেন্দ্রে এমন একটি স্থাপনা নির্মাণের ফলে স্থানীয় জনগণ এবং পর্যটকরা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং বিনোদনের নতুন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।

বাংলাদেশ সময়: ২১:৩১:৩৫   ৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি: মেজর হাফিজ
বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত
দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের
ভোলায় তারুণ্যের উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
ইসলামী আন্দোলন বাংলদেশের আয়োজনে ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চরফ্যাসনে ব্যবসায়ীদের দখলে মহাসড়ক

আর্কাইভ