আশিকুর রহমান শান্ত।।ভোলাবাণী।।
জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ‘‘জাটকা নিধন প্রতিরোধ অভিযান–২০২৪’’ উপলক্ষ্যে গত ৩০ নভেম্বর ২০২৪ তারিখ রোজ শনিবার ৫ টা হতে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সেকশন কমান্ডার নাজিম এর নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলাধীন মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা হতে ২ টি ট্রাক (ঢাকা মোট্রো-ড ১১-৯৩৮৮) ও (ঢাকা মোট্রো-ড ১৪-৮৯০০) তল্লাশি করে ১ টি ট্রাকে ৫০০ কেজি জাটকা পাওয়া যায়। ট্রাকসহ ৪ জন জাটকা ব্যবসায়ীদের আটক করা হয় এবং অপর ১ টি ট্রাক (ঢাকা মোট্রো-ড ১১-৯৩৮৮) তল্লাশি করে জাটকা না থাকায় মাছসহ ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০:৪১:২৬ ৬৮ বার পঠিত | অভিযানকোস্টগার্ডভোলা