আমি আবারও প্রেমে পড়েছি।’

প্রথম পাতা » ঢালিউড » আমি আবারও প্রেমে পড়েছি।’
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



ভোলাবাণী বিনোদন ডেক্স।। প্রেম, বিয়ে, বিচ্ছেদ এসব নিয়েই আলোচনায় বেশি থাকেন ঢালিউড সুন্দরী পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে একাকী জীবন যাপন করছেন এই তারকা। এরইমধ্যে অভিনেত্রীর নতুন প্রেমের খবরে শোরগোল পড়ে যায় শোবিজ অঙ্গনে। ভক্তরা জানতে চান- কে সেই প্রেমিক পুরুষ! অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে আনলেন নায়িকা।

 

পরীমণি

গত ১৮ নভেম্বর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। যেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি। হাতটি কোন এক পুরুষেরই হবে। কারণ তার হাতের ঘড়ি সেটাই জানান দিচ্ছিল।

নতুন প্রেমের খবর জানান দিলেও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা কিংবা নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। এরপর থেকেই পরীমণির জীবনের নতুন মানুষটি কে? তা জানতে মরিয়া হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে এনে নায়িকা জানান দিলেন পুরোটাই ছিল প্রাংক।

জানা গেছে, ওই পুরুষ আর কেউ নন, পরীমণির নতুন কস্টিউম ডিজাইনার। এদিন রাত সোয়া আটটায় ফেসবুকে সেই ভিডিওর পুরোটা পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গিয়েছিল?’

পুরো ভিডিওটি পরীমণি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে তার কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমণিকে।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩৬   ৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢালিউড’র আরও খবর


আমি আবারও প্রেমে পড়েছি।’
ডিসেম্বরে মিমের ‘দিগন্তে ফুলের আগুন’
সহসাই আর ফিরছেনা শাকিব খান
পান্না কায়সারের চরিত্রে মিম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
ফেরার অপেক্ষায় নুসরাত ফারিয়া
অবশ্যই প্রেমে পড়তে চাই- নুসরাত ফারিয়া
স্ত্রীর চরিত্রে মিমশহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা
স্বামী-সন্তান নিয়ে সুন্দর জীবন কাটাতে চাই: অপু

আর্কাইভ