ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফরের নির্দেশনায় ভোলা জেলা বিএনপির সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ভোলা শহরের ক্রিস্টাল ইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেনের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান সরোয়ার সবাইকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে বলেন এবং সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি জানান।দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহবান জানান।
প্রতিনিধি সমাবেশে ভোলা জেলার সব উপজেলার বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা দলের সাংগঠনিক কাঠামো জোরদার করার আহবান জানান।ভোলা সদর থানা বিএনপির নেতা কর্মীরা বক্তব্যে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগির কে আগামী সংসদ নির্বাচনে ভোলা ১ আসন থেকে বিএনপির মনোয়নের দাবি করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিন,বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক,বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান,মাহাবুবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম,মো: হাফিজ ইব্রাহীম,নুরুল ইসলাম নয়ন,হায়দার আলী লেলিন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাএদলের যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন,এস এম কবির,মাইনুদ্দিন রুবেল,কেন্দ্রীয় ছাএদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রাসেল,সহ সম্পাদক আবুল নোমাম,ইব্রাহীম ভুইয়া সাগর, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খাঁন,যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,ভোলা থানা বিএনপির সভাপতির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন,পৌর বি,এন,পির সভাপতি আব্দুর রব আকন ,সম্পাদক অধ্যাপক মাজহারুল ইসলাম,,জেলা বিএনপি নেতা হাছান তৌফিক রিহীন,বশির আহমেদ হাওলাদার,জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক,সম্পাদক কবির আহমেদ তালুকদার,জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন,জেলা যুবদল আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ,যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন লিটন,সদস্য সচিব কবির হোসেন,কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের সেলিম,জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জামিল হোসেন ওয়াদুদ,যুগ্ম আহবায়ক আকবর আকন,জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন,সম্পাদক মিজানুর রহমান মাসুদ,সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক নেজামল আলম জেহাদ,যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান পলাশ প্রমুখ।
এদিকে সাড়ে ১২টায় ভোলা শহরের সদর রোডে চরফ্যাশনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নুরুল ইসলাম নয়ন এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।দুই নেতা সমাবেশ স্থলে আসলে সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষের সুত্রপাত ঘটে। এসময় একে অপরের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। খবর পেয়ে ভোলা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।।
বাংলাদেশ সময়: ১৮:১২:১১ ৫২৫ বার পঠিত |