লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪



লালমোহন প্রতিনিধি ॥ভোলাবাণী।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে সুন্দর গ্যালারী করে দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে।

 

লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন চরফ্যাশন উপজেলার সূর্য সৈনিক স্পোটিং ক্লাব বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫ এবং চরফ্যাশন সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ৪ গোল দিতে সক্ষম হয়। ফলে রমাগঞ্জ ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে। খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর হাফিজ। খেলাটি আয়োজন করেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, বিএনপির ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার আহবায়ক ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১০:১২:২৯   ১১৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দৌলতখানে কবর থেকে ২ নারীর লাশ চুরি
ভোলায় আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩
দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ
ভোলায় অসহায় দুস্থদের চিকিৎসা দিল কোস্টগার্ড
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাপশনিক) অফিসার্স এ্যাসোসিয়েশনের ১ম নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপিএ-২৫খুলনাকে বিদায় করে ফাইনালে চিটাগং
দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
বোরহানউদ্দিনে হাইওয়ে রোডে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
দিন রাত উপেক্ষা করে বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আর্কাইভ