ভোলাবাণী।। চরফ্যাশন অফিস।।
চরফ্যাশনে হুজরত রাফি (১৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। সে চরফ্যাশন পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের রিপন মাহমুদের ছেলে। শনিবার বিকেলে পুলিশ পৌরসভা ৩নম্বর ওয়াডের রাফির চাচার বাসা থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। চরফ্যাশন থানার এসআই মো.হারুন জানান, পারিবারিক বিরোধে দেড় বছর আগে রাফির মা-বাবার সম্পর্কের বিচ্ছেদ হয়। সেই থেকে চাচা-চাচি এবং দাদির কাছে থাকেন রাফি এবং তার একমাত্র বোন। কি কারণে কেন রাফি আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেন না।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০১:২৫ ৯৮ বার পঠিত | চরফ্যাশনঝুলন্ত লাশ