ভোলাবাণী।। চরফ্যাশন অফিস।।
চরফ্যাশনের শশীভূষনে যৌথ অভিযানে ১৫৯৫ পিছ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২টি মোবাইল সেট, ১ টি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার ১ শত টাকা । আটককৃতরা হলেন- এওয়াজপুর ০৪ নং ওয়াডের মোহাম্মদ আলী মাঝির ছেলে মোঃ লিটন মাঝি (৩৭) এবং একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে মোঃ সিদ্দিক মোল্লা (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোলা কন্টিনজেন্ট’র (লালমোহন ক্যাম্পে) দায়িত্বে থাকা নৌ বাহিনীর লেঃ কমান্ডার এম ওমর ফারুকের নেতৃত্বে নৌ বাহিনীর সদস্যরা শশীভূষণ থানার এওয়াজপুর ৪নম্বর ওয়াডে অভিযান চালিয়ে আসামীদের আটক, ইয়াবাও গাঁজাসহ নগদ টাকা এবং মালামাল উদ্ধার করেন। নৌ বাহিনীর লেঃ কমান্ডার এম ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা চিহ্নিত মাদক মাদক ব্যবসায়ী। আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ১৫৯৫ পিছ ইয়াবা, ১ কেজি গাঁজা , ২টি মোবাইল সেট, ১ টি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের নামে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৯ ৬৫ বার পঠিত | ইয়াবাগাঁজাচরফ্যাশননৌ-বাহিনী