চরফ্যাশন প্রতিনিধি, ভোলাবাণী: চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ৫নং ওয়ার্ডে স্ত্রী’র ভাইদের মধ্যকার বিরোধ নিস্পত্তি করতে গিয়ে শ্যালকদের হামলায় ভগ্নিপতিসহ ২জন আহত হয়েছে।
আহতরা হলেন ভগ্নিপতি খোকন(৩৫) ও শ্যালক সাদ্দাম সর্দার (২৮)।
আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শ্যালকদের হামলায় ভগ্নিপতি আহতের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।এঘটনায় খোকনের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ভাই কাজল মৃধা ও আবু তাহের মৃধাসহ ৯জনকে আসামী করে চরফ্যাশন থানায় মামলা (নং-৪ তারিখ ৫/৫/১৭) দায়ের করেছে।
চরফ্যাশন হাসপাতাল বেডে চিকিৎসাধীন খোকন বলেন, আমার বড় সমন্ধি আবুল কালামের ভাইরা তার অজান্তে অন্য লোককে আবুল কালাম হিসেবে সাব-রেজিষ্ট্রি অফিসে দাঁড় করিয়ে ভাই জাহিদ মৃধার নামে তার মালিকানাধীন ৪০শতাংশ জমির জাল দলিল সম্পাদন করে । দলিলে আমার স্ত্রী ছকিনাকে ভুল বুঝিয়ে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর নেয় তারা। ঘটনার পর আবুল কালাম মারা যান ।
এঘটনায় আবুল কালামের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে আমার স্ত্রী ছকিনা বেগম ও শ্যালক জাহিদ মৃধা সহ ৬জনকে আসামী করে মামলা নং জি আর ৩০/১৭ দায়ের করেন। পরে অবশ্য স্থানীয়দের চাপের মুখে সাবরিজিষ্ট্রি অফিসে দলিল সম্পাদন পূর্বক জাল দলিলকৃত উক্ত জমি ফেরত দেন গ্রহীতা জাহিদ মৃধা। পারিবারিক ভাবে বিষয়টি নিস্পুত্তির মাধ্যমে বিরোধ মিমাংসার জন্য আমি চেষ্টা চালাই।
গত ৫ মে শুক্রবার সকালে আমার মামা শশুড় নুরুল হক সর্দার বাড়িতে বিষয়টি নিয়ে বসলে তার নেতৃত্বে শ্যালক কাজল মৃধা ও আবুতাহের মৃধাসহ অন্যান্য আসামীরা আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমাকে এবং আমার শ্যালক সাদ্দাম সর্দারকে আহত করে।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, ভগ্নিপতি হিসেবে খোকন পারিবারিক ভাবে বিষয়টি নিস্পত্তির মাধ্যমে বিরোধ মিমাংসার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবী রাখে। কিন্তু তার উপর হামলার ঘটনা দুঃখ জনক।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, মামলা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০২:০২ ১০২৪ বার পঠিত |