ভোলায় গত ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় গত ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



 

---

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলার ৭ উপজেলায় ৯টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারী ভাবে অপরাধের চিত্র আরো বেশী। এরমধ্যে খুন ২৫টি, নারী নির্যাতন ৫শ’ ৩৭টি, ৬৮ ৪২টি, মাদক ২শ’ ২৭টি, অপহরণ ২টি, পুলিশ আক্রান্ত ১টি, অস্ত্র আইনে ১২টি, দ্রুত বিচারে ২টি, চোরা চালানে ১টি, ডাকাতির ও দস্যুতা অভিযোগে ৩টি, বিষ্ফোরকে ১টি, সিধেল চুরি ৩১টি, মোটরযান দুর্ঘটনায় ১২টি ও চুরি ৪০টি অপরাধ সংঘটিত হয়েছে।

ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী ভোলা জেলায় বিগত ১০ মাসে ১শ’ ৪৯টি, ফেব্রুয়ারীতে ১শ’ ৫৪টি, মার্চে ১শ’ ৮৩টি, এপ্রিলে ১শ’ ৯৮টি, মে’তে ২শ’ ৫টি, জুনে ১শ’ ৯৯টি, জুলাইয়ে ২শ’ ১৫টি, আগষ্টে ১শ’ ৭৮টি, সেপ্টেম্বরে ১শ’ ৮৪টি ও অক্টোবরে ২শ’ ১৭টিসহ মোট ১ হাজার ৮শ’ ৮২টিসহ অন্যান্য আরো ৯শ’ ১৯টি অপরাধ সংঘটিত হয়।

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান আইন-শৃঙ্খলা কমিটির সভায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রশাসন ও পুলিশ বিভাগকে নিরপেক্ষভাবে তদন্ত পূর্বক আইনী সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। তিনি নারী নির্যাতন, ধর্ষন, মাদক ও অপহরণ বিষয়গুলো সামাজিকভাবে প্রতিরোধে ব্যাপারে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, ভোলার ৭ উপজেলায় ৯টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারীভাবে অপরাধের চিত্র আরো বেশী। অনেক অপরাধ প্রভাবশালীদের কারণে এবং গ্রাম্য সালিশীর মাধ্যমে থানা পর্যন্ত না গড়িয়ে এলাকায় সমাধান হয়েছে। আবার অনেকে নানান কারণে মামলা করতে সাহস করেনি।

বাংলাদেশ সময়: ৮:২৪:৫৪   ৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
খাঁচায় মাছ চাষে ফিরছে সুদিন
ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নারী যাত্রীর নদীতে ঝাঁপ: পরিচয় ও সন্ধান মিলেনি এখনো
পরিবারের দাবী পরিকল্পিত হত্যামনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মরিয়া ইরান তছনছ ইসরাইল

আর্কাইভ