ছোটন সাহা।।ভোলাবাণী।। ’ প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং ভোলা সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে এসব ল্যাবটপ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ তুলে দেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল। আরো উপস্থিত ছিলেন, আইসিটি কর্মকর্তা মিঠুন চক্রবর্তি।
এ প্রকল্পের আওতায় ৮০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে এসব ল্যাবটপ তুলে দেয়া হয়।
এরআগে এসব নারী ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ওয়েভ ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইজ সহ প্রযুক্তির বিভিন্ন ক্যাটাগরিতে ৬ মাসের প্রশিক্ষণ নিয়েছেন এসব নারী।
বাংলাদেশ সময়: ২১:৫১:০৩ ৩৪ বার পঠিত | ভোলায়ল্যাপটপ