
স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভোলা জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি এডভোকেট বশির উল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক লিটু বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দূর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন নির্বাচিত কমিটির পদে থাকা ৮ জন আইনজীবী।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে জরুরী সভায় এই সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফুর রহমান (১) ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি স¤পাদক অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল ও অ্যাডভোকেট মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান (২)।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি ও ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার,ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ স¤পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট রেজাউল করিম ফারুক, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট ইউসুফ-২, অ্যাডভোকেট আহসান উল্লাহ সুমন, অ্যাডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদ এইসব নিশ্চিত করে আরো জানান, জরুরী সভা আরো সিদ্ধান্ত গৃহীত হয় ভোলা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।
বাংলাদেশ সময়: ৮:৫৪:৩৬ ৯২ বার পঠিত | ভোলা জেলা আইনজীবী সমিতি