মিজান নয়ন,চরফ্যাশন অফিস।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা এলাকার হাওলাদার বাড়ির কেরামত আলীর ছেলে আহত আবুল খায়ের এবং উপজেলার জিন্নাগর ইউনিয়নের মো নুর হোসেনের চিকিৎসায় অর্থ সহায়তা দেওয়া হয়েছে ।
জানাগেছে,মানবেতর জীবনযাপন করছেন চরফ্যাশনের ২ যুবক। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কেউ চাকরি হারিয়েছেন। আবার কেউ কাজ করার ক্ষমতা হারিয়েছেন। পরিবারের সদস্যরা ধারদেনা করে কিছুটা চিকিৎসা করালেও টাকার অভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা পরিবারের। গত ২৩ অক্টোবর অবজারভার প্রত্রিকায় এমন একটি সংবাদ প্রকাশের পর প্রত্রিকাটির বার্তা সম্পাদক সাইফুদ্দিন তাদের দুই জনকে চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও অবজারভার পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক শিপু ফরাজীর মাধমে এই অর্থ সহায়তা প্রদান করেন।
৩নভেম্বর রবিবার চরফ্যাশন উপজেলা বিএনপি অফিসে সাংবাদিক সাইফুদ্দিন এর পক্ষে আহত দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এবং সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, প্রেসক্লাব সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:২৫:৪১ ৬৪ বার পঠিত |