চরফ্যাশন অফিস।।
চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওসমানগঞ্জ পাঙ্গাশিয়া পরিশদ বাজারে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমএ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতীয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সাবেক সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সম্পাদক শহীদুল ইসলাম দুলাল। এসময় প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আনুষ্ঠানে বক্তারা বলেন,আওয়ামী লীগের ১৭ বছরের ষড়যন্ত্র হামলা মামলা ও নির্যাতন মোকাবিলা করেই লুটপাট নৈরাজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে দেশের জনগণকে পাশে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে বিএনপি এগিয়ে গিয়েছে। ভবিষ্যতেও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করেই চরফ্যাশনের জনগণ বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের হাতকে শক্তিশালী করবে।
বাংলাদেশ সময়: ৯:৫২:০২ ৪৮ বার পঠিত |