মোঃ ইকবাল হোসেন।। ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই যুব সমাবেশ, র্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১ নবেম্বর ২০২৪ সকাল ১১:০০ ঘটিকায় বোরহানউদ্দিন পরিষদ সভাকক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) মিজানুর রহমানের সঞ্চালানয় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
এসময় তিনি বলেন, আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি, তাহলে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো। আর যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি।
পরে ২ জন যুবকের মাঝে ১ লাখ টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক অন্তর হাওলাদার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক সোহেল, কবির হোসেন, নুরনবী, সাইফুল আক্তার সহ প্রশিক্ষণ রত শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী গন উপস্থিতি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৫১:৪৯ ৯৬ বার পঠিত |