ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা!

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা!
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।। ভোলার লালমোহনে ট্যাক্স পরিশোধ না করতে না পারায় মার্কেটের সামনে ময়লা ফেলে রাখার অভিযোগ উঠেছে পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে।

 

ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা!

মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের ইউসুফ প্লাজার প্রধান ফটকে ময়লার স্তূপ দেখা গেছে। অবশেষে আজ বুধবার দুপুরে ওই ময়লাগুলো সরিয়ে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
ইউসুফ প্লাজার মালিক হাজী ইউসুফ মিয়া জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। মার্কেটের সামনে ময়লার স্তূপের বিষয়টি এক ভাড়াটিয়া ফোন দিয়ে জানিয়েছেন। পরে পৌরসভার কর্তৃপক্ষ কে ট্যাক্স পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
ইউসুফ প্লাজার একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের মূল ফটকে ময়লা স্তূপ করে রাখা হয়েছিল। ফলে নাক চেপে ধরে দোকানে ঢুকতে বাধ্য হয়েছি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ট্যাক্সের জন্য নয়, ড্রেন পরিস্কার করে বাজারের দোকানের সামনে ময়লা স্তুপ করে রাখেন সুইপাররা। কোনো দোকানী টাকা দিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লা সরানো হয়। টাকা না দিলে দোকানের সামনেই পড়ে থাকে ময়লাগুলো। ফলে দুর্গন্ধে ক্রেতা-বিক্রতা ও পথচারীরা অতিষ্ট হয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ট্যাক্সের জন্য নয়, সুইপাররা পরিস্কার করতে গিয়ে ময়লাগুলো রেখেছিল। সেগুলো আজ সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে পৌরসভা কর্তৃপক্ষের এমন কান্ডে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। পৌরবাসীর মতে, পৌরসভার সকল সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। তবে পৌর ট্যাক্স ঠিকমতো পরিশোধ করতে হয় বাসিন্দাদের।

বাংলাদেশ সময়: ২০:০০:৪০   ১৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
দৌলতখানে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি, এলাকাজুড়ে চাঞ্চল্য
মেঘনার তীব্র ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী
বিক্ষোভে উত্তাল ভোলাগাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদে
ভোলায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দুটি লঞ্চকে ৬০ হাজার টাকা জরিমানা
ভোলার ১৩টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত
বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
লালমোহনে বিভিন্ন কারখানায় অভিযান ভোক্তা অধিকারের
ঈদের স্পেশাল চাল বিতরণকে কেন্দ্র করে মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫।। নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান

আর্কাইভ