স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় ৫২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এদের মধ্যে ৪২ জনকে জেল-জরিমানা করা হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার জাল ও ৮টি নৌকা জব্দ করা জব্দ করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় ৫২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও ৩৩ জেলেকে ৫ হাজার করে জরিমানা করেন। এছাড়াও ১০ জেলে অপ্রাপ্ত হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, জব্দ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ৯:০৬:৩৬ ৪৭ বার পঠিত |