শীতে কোথায় ভ্রমণে যাবেন?

প্রথম পাতা » এক্সক্লুসিভ » শীতে কোথায় ভ্রমণে যাবেন?
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

শীতের আগমনে বাংলাদেশে ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া ভ্রমণের জন্য একেবারে আদর্শ, আর প্রাকৃতিক সৌন্দর্যও এ সময়ে সবচেয়ে মনোমুগ্ধকর রূপে ধরা দেয়। শীতের শুরুতে দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ-প্রেমীদের মন জয় করে। পাহাড়ি এলাকা, সমুদ্রসৈকত, কিংবা ঐতিহাসিক স্থান প্রতিটি জায়গায় শীতের সময় বিশেষ বৈচিত্র্য দেখা যায়। আসুন জেনে নিই, শীতের শুরুতে কোন স্থানগুলো ভ্রমণের জন্য সেরা।

 

চর কুকরি মুকরি দ্বীপে পর্যটকদের ক্যাম্পিং

প্রকৃতির এক বিশ্বয় চর কুকরি মুকরি দ্বীপ,

চর কুকরি মুকরি (Char Kukri Mukri) এর অবস্থান ভোলা জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপাসাগরের কোল ঘেষা মেঘনা নদীর মোহনায়। যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে পরিচিত। বঙ্গোপসাগরের কোলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ জনপদ কুকরী-মুকরী। ভোলার দক্ষিণ উপকূল চরফ্যাশনের ম্যানগ্রোভ বাগানকে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে।

চর কুকরি মুকরির অভয়াশ্রমে প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, শিয়াল, উদবিড়াল, বন্য মহিষ-গরু, বন মোরগ, বন-বিড়াল প্রভৃতি। এছাড়া বক, শঙ্খচিল, মথুরা, বন মোরগ, কাঠময়ূর, কোয়েল ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরিসৃপ রয়েছে। শীতকালের এই চর কুকরি মুকরিতে বিপুল পরিমানে অথিতি পাখির আগমন ঘটে। এছাড়া কুকরি মুকরি চরের সমুদ্র সৈকত নিরিবিলি ও পরিছন্ন। এর বনভূমিতে প্রায় ৯ কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে। চর কুকরিমুকরি বুক চিঁড়ে বয়ে যাওয়া ভাড়ানি খাল মেঘনা নদী হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে। চরের বালিয়াড়ির ধরে ঢাল চর অতিক্রম করে সামনে এগোলেই বঙ্গোপসাগর। এখানেও কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ খুঁজে পাবেন। স্থানীরা এই জায়গাটিকে বালুর ধুম নামে চেনে। কুকরিমুকরির সাগরপাড় থেকেও সূর্যোদয় এবং সূর্যাস্থের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
চর কুকরি মুকরি যাবার উপযুক্ত সময়শীতকালে চর কুকরি মুকরির আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আবার এখানে ক্যাম্পিং করার জন্য শীতকালেই উপযুক্ত সময়। বর্ষায় চরের সিংহভাগই ডুবন্ত থাকে তাই বর্ষাকালে

 

কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত

কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত

শীতকালে কক্সবাজার ভ্রমণ মানেই এক দারুণ অভিজ্ঞতা। ঠান্ডা বাতাস আর নীল জলরাশির ছোঁয়া পর্যটকদের মনকে প্রশান্ত করে। কক্সবাজারের ইনানী ও হিমছড়ি সৈকতও বেশ জনপ্রিয়। এ ছাড়া সোনাদিয়া দ্বীপ ও মহেশখালী ঘুরে দেখার জন্যও এই সময়টা দারুণ। গরমের তীব্রতা না থাকায় সৈকতে হাঁটতে কিংবা সমুদ্রস্নান করতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

 

সিলেট: চা-বাগান আর জাফলংয়ের মোহনীয় দৃশ্য

সিলেট: চা-বাগান আর জাফলংয়ের মোহনীয় দৃশ্য
সিলেটের প্রকৃতি শীতকালে আরও মুগ্ধকর হয়ে ওঠে। সিলেটের চা-বাগানগুলোতে হালকা কুয়াশার আবরণ এবং জাফলংয়ের পাথরভরা নদী এই সময়ে এক অন্য রকম সৌন্দর্য উপহার দেয়। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা বিছানাকান্দির মতো জায়গাগুলোও শীতে বেশ আরামদায়ক থাকে, যা ভ্রমণপিপাসুদের জন্য আদর্শ।

 

বান্দরবান: মেঘ-পাহাড়ের রাজ্য

বান্দরবান: মেঘ-পাহাড়ের রাজ্য
যারা পাহাড় ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাদের জন্য বান্দরবান শীতকালে এক বিশেষ আকর্ষণ। নীলগিরি, নীলাচল, বগালেক এবং চিম্বুক পাহাড়ে মেঘের ভেলার মধ্যে দিয়ে হাঁটার অনুভূতি সত্যিই অসাধারণ। শীতকালে বান্দরবানে তাপমাত্রা সহনশীল থাকে, তাই লম্বা পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠাও তুলনামূলক সহজ হয়।

 

রাঙামাটি: কাপ্তাই লেকের সৌন্দর্য

রাঙামাটি: কাপ্তাই লেকের সৌন্দর্য
রাঙামাটির কাপ্তাই লেক শীতকালে তার স্বচ্ছ ও শান্ত রূপে ধরা দেয়। লেকে নৌকা ভ্রমণ কিংবা শুভলং ঝরনার দৃশ্য পর্যটকদের মন মাতিয়ে তোলে। এ সময়ে রাঙামাটিতে থাকা হোটেল ও রিসোর্টগুলোতেও পর্যটকদের ভিড় জমে। মেঘ আর পাহাড়ের মিলনে তৈরি এই সৌন্দর্য শীতের শুরুতে দারুণ আকর্ষণীয়।

 

সুন্দরবন: বন্যপ্রাণী আর প্রকৃতির রাজত্ব

সুন্দরবন: বন্যপ্রাণী আর প্রকৃতির রাজত্ব
শীতকাল সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এই সময়ে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে, কারণ শীতল আবহাওয়ায় প্রাণীগুলো প্রায়শই বাইরে বের হয়। সুন্দরবনের দুবলার চরের রাস উৎসবও শীতের অন্যতম আকর্ষণ।

 

পঞ্চগড়: হিমালয়ের দেখা মেলে

পঞ্চগড়: হিমালয়ের দেখা মেলে
পঞ্চগড় শীতের শুরুতে ভ্রমণপিপাসুদের জন্য নতুন গন্তব্য হয়ে উঠেছে। এখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য দেখা যায়। তেঁতুলিয়ার চা-বাগান এবং মহারাজা দিঘি শীতের হিমেল বাতাসে ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে।

সবশেষে বলতে পারি,শীতকালে প্রকৃতি যেমন তার সৌন্দর্য বিলিয়ে দেয়, তেমনি এসব ভ্রমণ আপনাকে মনের প্রশান্তি দেবে এবং স্মৃতিতে ভরপুর সময় উপহার দেবে।

বাংলাদেশ সময়: ৯:২৩:৪৫   ১৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান
ভোলায় ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
চলতি বছর ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা
বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে চীন ভারতের মুখোমুখি অবস্থান পর্ব- ২
ভোলায় সুলভমূল্যে দুধ-মাংস-ডিম বিক্রয় উদ্বোধন
বোরহানউদ্দিনে মাদক কারবারীর হামলায় পুলিশের এ.এস.আই গুরুতর আহত
ভোলায় বাজার মনিটরিংয়ের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার
অসহায় বিধবা নারীকে পাকাঁ ঘরের চাবি তুলে দিলো নিজাম-হাসিনা-ফাউন্ডেশন
ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব
পাঁচ দফা দাবিতে ভোলায় গন‌অধিকার পরিষদের বিক্ষোভ

আর্কাইভ