ভোলাবাণী।।দৌলতখান প্রতিনিধি।। ভোলার দৌলতখানে একটি আগ্নেয়াস্ত্র সহ লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইন আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার চরপাতা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড। রবিবার কোস্টগার্ড স্টাফ অফিসার অপারেশন্স লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহাম্মেদ প্রেস ব্রিফিংয়ে জানান, দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে লোকমান হোসেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছে। ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭অক্টোবর) ভোররাতে কোস্টগার্ড এর নেতৃত্বে ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার দুর্ধষ সন্ত্রাসী লোকমান হোসেন ও তার ছেলে (৫০) হাসনাইন (২৩) কে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। সন্ত্রাসী লোকমান হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মৃত আব্দুর রহিম হাওলাদার এর ছেলে।
বাংলাদেশ সময়: ৮:৪১:৪৯ ৫৭ বার পঠিত | আগ্নেয়াস্ত্রআটকদৌলতখান