ভোলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে প্রতিবাদ সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার।। ভোলাবাণী।।

ভোলায় ভোরের কাগজ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদের উপর ভোলা প্রেসক্লাবের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে প্রতিবাদ সভাবৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুকের সভাপতিত্বে এবং অপর আহ্বায়ক সদস্য ইউনুস শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহুরুল ইসলাম মঞ্জু, নাসির আহমেদ, ভোলার বাণীর সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, বাসস প্রতিনিধি আলা-আমিন শাহরিয়ার প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, আজ ৮ দিন পার হলেও পূলিশ আসামীদের বিষয় তেমন কোন তত্পরতা চোখে পড়েনা। আফজাল হোসেন ও তার লালিত পালিত ক্যাডারদের অতি দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সভায় ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ ই অক্টোবর ভোলা প্রেসক্লাব মিলনায়তায়নে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন ও তার শ্যালক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ভোলা প্রেসক্লাবের মধ্যে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এবং এইচ এম নাহিদ ও তার শ্যালক জাফরের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। এই ঘটনায় তারপরের দিন ভোলা সদর থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়, যার নং ৫৮/২৪।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৯   ১০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাফ জয়ী পুরো নারী দলই পাচ্ছে একুশে পদক
ভোলায় পিসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
চরফ্যাশনের ব্যবসায়ী সুজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় ডেভিল হান্ট অভিযানে জেলা আওয়ামী লীগের ২ নেতা আটক
দৌলতখানে রাতের আঁধারে রাস্তা ভেঙে জমি দখল চেষ্টার অভিযোগ
দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ
প্রতিদিন কেন ২ কোয়া কাঁচা রসুন খাওয়া উচিত?
ঢালচর সড়কের ইট তুলে নেয়ার ঘটনায় কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন
চর কুকরি মুকরিতে জলবায়ু-স্বাস্থ্য দুর্বলতা নিয়ে স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত

আর্কাইভ